প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:11 PM
আপডেট: Fri, May 9, 2025 10:33 AM

অন্ধ ঘোড়ার থলেতে তিনটি গিনেস রেকর্ড

মাজহারুল ইসলাম: ঘোড়াটির নাম এন্ডো। বয়স ২২ বছর। এরই মধ্যে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সে। রেকর্ডগুলো হলো অন্ধ ঘোড়া হিসেবে সবচেয়ে উঁচুতে লাফ, এক মিনিটে সবচেয়ে বেশিবার সামনে-পেছনের পায়ের দিক অদলবদল করে দৌড়ানো এবং সবচেয়ে দ্রুত সময়ে সারিবদ্ধ পাঁচটি খুঁটিকে পাশ কাটিয়ে চলা।

মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের করভালিস এলাকার বাসিন্দা মরগান ওয়েগনারের তত্ত্বাবধানে রয়েছে ঘোড়াটি।

মরগান জানান, ১৩ বছর বয়সে দাদির ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া বেছে নেওয়ার জন্য তাকে বলা হয়েছিল। তিনি বেছে নিয়েছিলেন এন্ডোকে। এন্ডোর বয়স যখন ৮, তখন থেকেই চোখের সমস্যায় ভুগছিল সে। পরে চোখ অপসারণ করা হয়।

চোখ অপসারণের পর আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লেগেছিল এন্ডোর। তবে এখন সে ‘এন্ডো দ্য ব্লাইন্ড’ নামে পরিচিত। মরগান বলেন, ‘এন্ডো শুরুর দিকে অনেক ভয় পেত। তবে ছোট ছোট পদক্ষেপেই সব সম্ভব হয়েছে। যে রেকর্ডগুলো ভাঙা হয়েছে, সেগুলো সে আগে থেকেই জানত। আমাদের শুধু অনুশীলন করতে হয়েছে। এটি খুবই অসাধারণ যে এন্ডোর তিনটি বিশ্বরেকর্ড রয়েছে।’ সম্পাদনা: খালিদ আহমেদ